শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

টমেটো চাষে বদলে গেছে রূপসার ২৮ গ্রামের চিত্র

মঙ্গলবার, জানুয়ারী ১১, ২০২২
টমেটো চাষে বদলে গেছে রূপসার ২৮ গ্রামের চিত্র

সময় জার্নাল প্রতিবেদক : খুলনার রূপসা উপজেলার বিভিন্ন গ্রামে মৎস্য ঘেরের পাড়ের জমিতে ব্যাপক হারে টমেটোর চাষ হচ্ছে। এ উপজেলার ২৮টি গ্রামে মৎস্য ঘেরের পাড়ের প্রায় ২৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে টমেটো। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর টমেটোর ফলনও হয়েছে প্রচুর। ঘেরের পাড়ে সারি সারি গাছে থোকায় থোকায় ঝুলছে কাঁচা-পাকা টমেটো। বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকও খুশি।

রূপসা উপজেলার আনন্দনগর গ্রামের চাষি জুম্মান লস্কর বলেন, এবছর মৎস্য ঘেরের পাড়ে দেড় বিঘা জমিতে মিন্টু সুপার নামক হাইব্রিড জাতের টমেটো চাষ করেছি। এতে বীজ, সার, মাদা তৈরি, শ্রমিক ও কীটনাশক বাবদ প্রায় ৮ হাজার টাকা খরচ হয়েছে। ইতিমধ্যে ৫০ মণ টমেটো (প্রতি মণ ১ হাজার টাকা দরে) স্থানীয় আড়তে পাইকারি ব্যবসায়ীদের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করেছি। আরো ১০ হাজার থেকে ১৫ হাজার টাকার টমেটো বিক্রি করতে পারব বলে আশা করছি।

পুটিমারি গ্রামের কৃষক কাজী রফিকুল ইসলাম জানান, ঘেরের পাড়ে এক বিঘা জমিতে বিপুল প্লাস জাতের টমেটো চাষ করতে ৫ হাজার টাকা খরচ হয়েছে ; ৮০০ টাকা মণ দরে এ পর্যন্ত ২০ মণ টমেটো ১৬ হাজার টাকায় বিক্রি করেছি। এরকম দাম থাকলে আরো ৬০ থেকে ৭০ হাজার টাকার টমেটো বিক্রি করতে পারব বলে আশা করছি।

রফিকুল ইসলাম আরো জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার টমেটোর ফলন ভালো হয়েছে, দামও ভালো পাচ্ছি। কৃষকরা বলেন, রূপসা উপজেলার আলাইপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবদুর রহমান আমাদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন।

কৃষকরা জানান, বর্তমানে আমাদের দেশে প্রচুর পরিমাণে হাইব্রিড জাতের টমেটো চাষ হয়ে থাকে। এ জাতের টমেটোর ফলন অনেক বেশি। এটি স্বল্প সময়ের সবজি। জাতভেদে চারা রোপণের ৫০-৬০ দিন পর থেকেই টমেটো তোলা যায়। ধানের তুলনায় টমেটো চাষে দুই/তিন গুণ লাভ হয়। অল্প পুঁজিতে লাভ বেশি হওয়ায় মৎস্য ঘেরের পাড়ে টমেটো চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

রূপসা কৃষি অফিস সূত্র জানায়, রূপসা উপজেলার দুর্জ্জনীমহল, ডোমরা, চন্দনশ্রী, ভবানীপুর, পেয়ারা, জাবুসা, আমদাবাদ, দেবীপুর, নৈহাটী, সামন্তসেনা, তিলক, খাজাডাঙ্গা, স্বল্পবাহিরদিয়া, আলাইপুর, পুটিমারি, আনন্দনগর, পিঠাভোগ, গোয়ালবাড়িরচর, সিঁন্দুরডাঙ্গা, নারিকেলী চাঁদপুর, ডোবা, বলটি, নতুনদিয়া, ধোপাখোলা, গোয়াড়া, শিয়ালী, চাঁদপুর ও বামনডাঙ্গা গ্রামে মাছের ঘেরের পাড়ে প্রায় ২৫০ হেক্টর জমিতে এবছর টমেটো চাষ হয়েছে। তবে ঘাটভোগ ইউনিয়নের গ্রামগুলোতে সবচেয়ে বেশি জমিতে টমেটো চাষ হয়েছে। ঘেরের পাড়ে টমেটো চাষ করে কম সময়ে অধিক ফলন ও ভালো দাম পেয়ে এসব গ্রামের কৃষকরা দারুণ খুশি।

রূপসা উপজেলা কৃষি অফিসার মো. ফরিদুজ্জামান বলেন, ঘেরের পাড়ে টমেটো চাষ করে কৃষকরা যাতে লাভবান হতে পারে সেজন্য উপজেলার প্রতিটি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ চাষিদের পাশে থেকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে চলেছেন। এছাড়া উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের প্রশিক্ষণসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে। ফলশ্রুতিতে এবছর কৃষকেরা ঘেরের পাড়ে টমেটো চাষ করে আশাতীত ফলন পেয়ে লাভবান হয়েছেন।

সময় জার্নাল/এসএ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল