ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ কর্মকতাদের নির্যাতনের বিচার ও হয়রানিমূলক বদলির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নির্যাতিতের পরিবার।
মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারি কামরুল হাসানের স্ত্রী কুমকুম ইয়ারা অভিযোগ করেন, গত ১১ জানুয়ারি অফিস সময়ের দেড় ঘন্টা আগে বাড়ি চলে যাওয়ায় পরদিন তার স্বামীকে নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের কক্ষে আটকে রেখে দফায় দফায় মারপিট ও নির্যাতন চালানো হয়। ১১ ঘন্টা পর স্ত্রী খবর পেয়ে নাটোর থেকে রাজশাহী গিয়ে পুলিশের সহায়তায় বন্দি দশা থেকে কামরুলকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হলে কামরুলকে ভোলায় বদলি করা হয়।
তবে পুলিশ এখনো মামলাটি রেকর্ড করেনি বলে দাবি করেন কুমকুম। সংবাদ সম্মেলনে কামরুলের মা রিনা বেগমও উপস্থিত ছিলেন। তবে রাজশাহী পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান অফিস সহকারি কামরুল ইসলাম কোন শৃঙ্খলা মানেন না। নিজের ইচ্ছামত চলেন। এ কারণে তাকে বদলি করা হয়েছে। আর নির্যাতনের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন নির্বাহী প্রকৌশলী।
এদিকে বিষয়টি নিয়ে বুধবার নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে কামরুলের পরিবার।
সময় জার্নাল/এলআর