সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ইউপি নির্বাচন: ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ শেষে চলছে গণনা

সোমবার, জানুয়ারী ৩১, ২০২২
ইউপি নির্বাচন: ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ শেষে চলছে গণনা

সময় জার্নাল ডেস্ক: বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এ ধাপে দেশের ২২টি জেলার ৪২টি উপজেলার ২১৬টি ইউপিতে ভোটগ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ষষ্ঠ ধাপে সব ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে। 

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা।   

এদিকে এ ধাপের ইউপি নির্বাচনে জোর করে সিল মারা, এজেন্টদের জরিমানাসহ বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে। 

ব্রাহ্মণবাড়িয়া

ষষ্ঠ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও কসবা উপজেলার ১৪টি ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে ইউপি নির্বাচন। ভোটগ্রহণ চলাকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কসবার বায়েক ইউনিয়নের অষ্টজঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে চারজন প্রার্থীর এজেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় বায়েক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আল মামুন ভূঁইয়ার চশমা প্রতীকের এজেন্ট জাকির হোসেনকে ১০ হাজার টাকা, সদস্য প্রার্থী সালেকা বেগমের মাইক প্রতীকের এজেন্ট জহিরুল ইসলামকে পাঁচ হাজার টাকা, একই কেন্দ্রের অপর কক্ষের মাইক প্রতীকের এজেন্ট মানিক মিয়াকে পাঁচ হাজার টাকা এবং চেয়ারম্যান প্রার্থী মো. বিল্লাল হোসেন অটোরিকশা প্রতীকের এজেন্ট মরিয়ম আক্তারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের ভেতর এজেন্টদের কাছে মোবাইল ফোন থাকা এবং প্রভাব বিস্তার করার অভিযোগে চারজন এজেন্টকে স্থানীয় সরকার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ২০১০-এর ৭৩ ধারায় জরিমানা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

টাঙ্গাইল

ষষ্ঠ ধাপে টাঙ্গাইলের গোপালপুরের পাঁচ ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটাররা নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে আসেন। শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারা খুশি। 

এদিকে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১৬ জন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ৫১ জন এবং সাধারণ সদস্য পদে ১৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫১টি কেন্দ্রে ৩২৯ বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৭ হাজার ৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৮৯২ জন এবং নারী ভোটার ৫৮ হাজার ১৮১ জন।

কুমিল্লা

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১২ নং রামচন্দ্রপুর উত্তর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ জানুয়ারি) দুপুর দেড়টায় সাহেবনগর মাহুতিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাবেক মেম্বার বাহাউদ্দিন, আনোয়ার হোসেন, হাবিব ও কাদির। আনোয়ার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রে দায়িত্বরত এসআই সত্যজিৎ ধর বলেন, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছিল। হঠাৎ কেন্দ্রের বাইরে উত্তেজনা সৃষ্টি হলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শুনেছি কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

সাহেবনগর মাহুতিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবর রহমান বলেন, এই কেন্দ্রটি খুবই ছোট। ভোটারদের নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়েছে। ভোটকেন্দ্রে প্রবেশের সময় বাকবিতণ্ডার ঘটনায় সংঘর্ষের ঘটনা ঘটে। এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে আবার ভোটগ্রহণ শুরু হয়েছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল