শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ববিতে যথাযোগ্য মর্যাদায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

রোববার, ফেব্রুয়ারী ২০, ২০২২
ববিতে যথাযোগ্য মর্যাদায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ তারিকুল ইসলাম আরিফ, ববি:

'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি।' মাতৃভাষার জন্য শহিদের ত্যাগের স্মরনে সাংবাদিক ও লেখক আবদুল গফফার চৌধুরীর এই লেখনী আর আলতাফ মাহমুদের সুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুরু হয়েছিলো  একুশের ভোর। বরিশাল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তজার্তিক মাতৃভাষা দিবস-২০২২।

আজ (২১ শে ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে ভাষা শহীদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে  দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সকাল ৯ ঘটিকার সময় উপাচার্যের নেতৃত্বে  বিশ্ববিদ্যালয় পরিবারের প্রভাতফেরি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে  বেলা সাড়ে ৯ ঘটিকায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরবর্তীতে আবাসিক হল, ২৪ টি বিভাগ এবং প্রগতিশীল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেন। 

পুষ্পস্তবক অর্পণ শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন তরুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, অধিকতর গবেষণার মধ্যে দিয়ে বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করতে হবে এবং বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে আরো  সমৃদ্ধ করতে হবে। তাই বাংলা ভাষাকে অধিকতর চর্চা ও গবেষণা করার জন্য সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।

এছাড়া দিবসটি ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে বেলা ১১ টায় আয়োজন করা হয়েছে ভার্চুয়াল আলোচনা সভা এবং মসজিদে ভাষা শহীদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করেছেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল