শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বাগাতিপাড়ায় স্টার্টআপ ক্যাম্পাস-বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৩
বাগাতিপাড়ায় স্টার্টআপ ক্যাম্পাস-বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মোঃ আবদুল্লাহ-আল-অনিক, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে (বাউয়েট) “স্টার্টআপ কম্পাস-বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভেশন প্রোগ্রাম-২০২৩” অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নেক্সাস ভবনে স্কাইলাইট হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সহযোগিতায় প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল (অব.) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি (অব.), ইসিই অনুষদের ডিন, প্রফেসর ড. কাজী খায়রুল ইসলাম, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইসিটি ডিভিশনের আইডিয়া প্রজেক্ট এর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ড. মোঃ মিজানুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা এবং নিবন্ধনকৃত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি ডিভিশনের এইচআর কনসালটেন্ট মোঃ নাজিম উদ্দীন এবং অনুষ্ঠানটির সমন্বয় করেন সিএসই বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা। 

ওই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণকে স্টার্টআপ হিসেবে তৈরির লক্ষ্যে স্টার্টআপ সম্পর্কিত প্রাথমিক ধারণা, প্রশিক্ষণ/মেন্টরিং প্রদানের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (রউঊঅ) প্রকল্প” স্টুডেন্ট-টু-স্টার্টআপ (চ্যাপ্টার-৩)’ শিরোনামে বাংলাদেশের ৮টি বিভাগের ৪৬টি বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে ‘বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভেশন প্রোগ্রাম-২০২৩’ আয়োজন করবে। উক্ত কর্মশালা পরিচালানা করেন ইশরাত জাহান এবং কাজী রিদওয়ান আহমেদ। দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সিএসই, ইইই, আইসিই ও ব্যবসায় প্রশাসন বিভাগের নিবন্ধিত ও নির্বাচিত ১৪০ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আহবান জানান।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল