বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র

জাতীয় গ্রিডে যুক্ত হলো ২ দশমিক ৩০ মেগাওয়াট বিদ্যুৎ

মঙ্গলবার, মে ৩০, ২০২৩
জাতীয় গ্রিডে যুক্ত হলো ২ দশমিক ৩০ মেগাওয়াট বিদ্যুৎ

সময় জার্নাল ডেস্ক:
    
চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২ দশমিক ৩০ মেগাওয়াট। এ প্রকল্পে একই জলাশয় থেকে বিদ্যুৎ উৎপাদন এবং মাছচাষ করা যাবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (৩০ মে) প্রতিমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে প্রকল্পের সঙ্গে যুক্তদের সবাইকে অভিনন্দন জানান তিনি।

                                       

এতে বলা হয়, ‘চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে বাংলাদেশের সর্বপ্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২ দশমিক ৩০ মেগাওয়াট। প্রকল্পের ফলে একই জলাশয় থেকে মিলবে মাছ ও বিদ্যুৎ।’

প্রতিমন্ত্রী লেখেন, ‘আগামী কয়েকমাস আমরা ওই জলাশয়ে মাছের বৃদ্ধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো। পরিবেশগত ভারসাম্য অটুট থাকলে পরবর্তীসময়ে দেশের বিভিন্ন জলাধারে আমরা আরও বড় পরিসরে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেবো।’

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল