সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

রুয়েটে'র মেধাবী শিক্ষার্থী মেহেদীকে বাঁচাতে এগিয়ে আসুন

বুধবার, জুলাই ১২, ২০২৩
রুয়েটে'র মেধাবী শিক্ষার্থী মেহেদীকে বাঁচাতে এগিয়ে আসুন

কুবি প্রতিনিধি: 

হৃদযন্ত্রের সমস্যায় ভুগে প্রায় মৃত্যুশয্যায় মেহেদী হাসান৷ পড়েন রাজশাহী বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। তার সাত বোনের তিন বোনই পড়েন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। 

ছোটবেলা থেকেই হৃদযন্ত্রের সমস্যায় ভোগা মেহেদী পড়াশোনা করছেন রুয়েটের ২০২১-২২ শিক্ষাবর্ষের  ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। চলতি বছরের জানুয়ারিতে সমস্যা বেড়ে যাওয়ায় ভারতের বেঙ্গালুরের নারায়ণ হাসপাতালে রেফার করেন ঢাকার চিকিৎসকরা। ভারতের ডা. দেবী শেঠি তার হার্ট ট্রান্সপ্লান্টের পরামর্শ দেন। এর জন্য প্রাহ ৭০ থেকে ৮০ লাখ টাকা প্রয়োজন। আর্থিক অস্বচ্ছলতায় মধ্যবিত্ত পরিবারের এই সন্তানের জীবনে নেমে আসে বিপর্যয়। 

মেহেদী হাসানের তিন বোন- সালমা আক্তার লোক-প্রসাশন বিভাগ (১০ ব্যাচ), শাবনাজ আক্তার নৃবিজ্ঞান বিভাগ (১২ তম ব্যাচ) এবং সপ্না আক্তার আইন বিভাগ(১৪ ব্যাচ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী৷ 

শাবনাজ আক্তার জানান, '২০২০ সালের করোনাকালীন সময়ে আব্বা ব্রেন স্ট্রোক করেন। এক হাত এবং এক পা প্যারালাইজড হয়ে যায়। ২০২৩ এর জানুয়ারির শুরু থেকে আমার ভাইও ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এরপর আমরা তাকে মার্চ মাসের শেষের দিকে ঢাকা হার্ট ইন্সটিটিউটে নিয়ে যাই।'

 'ঐখানে ডাক্তার তাকে অন্য কোনো হাসপাতালের কথা বললে আমরা তাকে ডাক্তার  ব্রিগেডিয়ার নুরন্নাহার ফাতেমার কাছে নিয়ে যাই। তিনি আমাদেরকে সিনিয়র কার্ডিয়োলজিস্ট সোহরাবুজ্জামানকে রেফার করেন  এবং ঢাকা ল্যাব এইডে জরুরি বিভাগে ভর্তি দিলে চিকিৎসক তাকে সিসিইউতে রাখার জন্য বলেন। অতিসত্বর তার হার্টে পেসমেকার বসানোর কথা বলেন এবং যত দ্রুত সম্ভব ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার কথা বলেন।'


শবনাজ আরো জানান, এপ্রিল মাসের ৫ তারিখে ঢাকা ল্যাব এইডে  তার হার্টে সিঙ্গেল ওয়্যার এর পেসমেকার বসানো হয়। ১৫ ই মে ভারতের ব্যাঙ্গালোর এর নারায়ণ হসপিটালে ডাক্তার তার সকল রিপোর্ট দেখার পর বলেন যে এখন কোনমতেই তার হার্টে অপারেশন করা সম্ভব না। যত দ্রুত সম্ভব তার হার্ট ট্রান্সপ্লেন্ট করতে হবে। হার্ট ট্রান্সপ্লেন্ট এর জন্য প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা প্রয়োজন।

সকলের প্রতি সাহায্যের মাধ্যমে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি আরও বলেন, আমাদের পরিবারের আয়ের কোন উৎস নেই। দেশের একটা মেধাবী সন্তানকে এবং একজন দরিদ্র বাবার সপ্নকে বাঁচান, যে এই আশায় আছে যে তার ছেলে একদিন ইঞ্জিনিয়ার হবে। এমতাবস্থায় আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবকের কাছে অনুরোধ আমাদের ভাইকে বাচাঁন।

মানবিক সহযোগিতা করার ঠিকানা.....

শাবনাজ আক্তার (মেহেদীর বোন)
01674069509 (বিকাশ) 
01630533458 (বিকাশ ও নগদ)

ব্যাংক একাউন্ট:
নাম: shabnaj akter.  A/C num: online: 20503410200678402 /6784 short ta. Islami bank bangladeh, comilla Chawkbazar branch. Routing num: 125197643. swift code:  IBBLBDDH341


সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল