সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

চলে গেলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুর মোরশেদ

মঙ্গলবার, জুলাই ২৫, ২০২৩
চলে গেলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুর মোরশেদ

সময় জার্নাল ডেস্ক:

ভাষাবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কালাম মনজুর মোরশেদ মারা গেছেন। বাংলা একাডেমির সাবেক এই মহাপরিচালক আজ সকালে নাখালপাড়া নিজ বাসায় মারা যান বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

আবুল কালাম মনজুর মোরশেদের মেয়ে মনজুলা মোরশেদ দ্য ডেইলি স্টারকে জানান, বাবা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সপ্তাহে দুটি ক্লাস নেন। আজও ক্লাস নেয়ার কথা ছিল, সকালে শরীর খারাপ লাগায় ক্যাম্পাসে যেতে পারেননি। ১১টার দিকে শুয়ে ছিলেন বাসায়। ১২টার দিকে বাসার সহকারী গোসলের জন্য ডাকলে কোন সাড়া না পেয়ে, আমাকে কল দেন। আমি এসে দেখি তিনি আর নেই। ধারণা করছি স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। 
 
তিনি আরও জানান, বাবার জানাজা নামাজ আগামীকাল বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দাপন করা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। 

আবুল কালাম মনজুর মোরশেদ রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক ও রাজশাহী গভর্নমেন্ট কলেজ থেকে আইএ পাশ করেন। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ ও এমএ পাশ করেন।

পরে ভাষাবিজ্ঞানে এমএ করেন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে। পিএইচডি করেন স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে।

তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম শিক্ষক হিসেবে যােগদান করেন। পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে তিনি অবসর গ্রহণ করেন।

এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে : জ্যোৎস্না। রাতের রূপকথা, রাজপুত্র ও কোটালপুত্র, মিন্টু ও পিন্টুর গল্প, সােনালী রাজহাঁস, মৌ-এর পুতুল, এক বােন। পারুল, টিনটিনের ঢাকা সফর, বিদেশের সেরা গল্প, রূপকথার রাজ্যে, মিতুল ও তিতুলের বন্ধুরা, রায়হানের। পায়রা, মৌ, আকাশ জুড়ে মেঘ করেছে, কিশাের রচনাসমগ্র (দু খণ্ড), সম্রাজ্ঞীর নাম, চন্দ্রগ্রহণ, নিহত সম্রাট, জ্যোৎস্নায় পােকার বাসা, বাংলা ভাষাতত্ত্ব, বাংলা সম্বন্ধবাচক সর্বনাম : গঠন ও প্রকৃতি, নজরুল ও অন্যান্য প্রবন্ধ, আধুনিক ভাষাতত্ত্ব, রবীন্দ্রনাথ নজরুল ও অন্যান্য প্রসঙ্গ, মধুসূদন রবীন্দ্রনাথ ও নজরুল, A study of Standard। Bengali and the Noakhali Dialect a Relativization in Bengali উল্লেখযােগ্য

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল