সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

হবিগঞ্জে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, হামলা ভাঙচুর, শতাধিক আহত

সোমবার, আগস্ট ২১, ২০২৩
হবিগঞ্জে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, হামলা ভাঙচুর, শতাধিক আহত

হবিগঞ্জে রিপোর্টার:


হবিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল বিকাল ৫টা থেকে প্রায় দুই ঘণ্টা চলা সংঘর্ষে শহরের শায়েস্তানগর ও সার্কিট হাউজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। আগের দিন পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ভয়াবহ সংঘর্ষের রেশ কাটতে না কাটতে গতকালের ঘটনা ঘটে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত শায়েস্তানগরস্থ বিএনপি অফিসের সামনে বিএনপি ও থানা মোড়ে আওয়ামী লীগের কর্মীরা অবস্থান করছিল। মাঝখানে পুলিশ মাইকিং করে উভয়পক্ষকে শান্ত থাকতে আহ্বান জানায়। 


স্থানীয়রা জানান, গত শনিবারের পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনার জেরে শায়েস্তানগর এলাকায় গতকাল বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী লীগ। এ কর্মসূচি চলাকালে যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ- সংগঠনের একদল নেতাকর্মী মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর শুরু করে। এ খবর পেয়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ শুরু করেন। একপর্যায়ে উভয়পক্ষের নেতাকর্মীদের মাঝে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।


সংঘর্ষের একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিয়ে থানা মোড় পর্যন্ত নিয়ে যান। এভাবে কয়েক দফা ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিরাপদে সরে যান। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের কারণে ব্যবসায়ী ও অনেক সাধারণ পথচারীরাও অসুস্থ হয়ে পড়েন। সংঘর্ষে গুরুতর আহত আওয়ামী লীগের অন্তত ২০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে আহত বিএনপি সমর্থক অনেকে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।


ঘটনার বিষয়ে বিএনপি’র কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক সাবেক মেয়র জি কে গউছ জানান, শনিবারের সংঘর্ষের পর থেকে বিএনপি’র নেতাকর্মীদের বাসা-বাড়িতে পুলিশি হয়রানি চলছে। আমাদের অন্তত ২০০ জন নিরপরাধ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকালে বিনা উস্কানিতে পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাদের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এর প্রতিবাদ করতে গিয়ে আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তিনি বলেন, পুলিশ-আওয়ামী লীগ মিলে তারা হামলা ভাঙচুর করতে থাকলে আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিরোধ করে এলাকা ছাড়া করেছে। গউছ বলেন, সরকার বুঝতে পেরেছে তারা ক্ষমতায় আর টিকে থাকতে পারবে না। তাই তারা দমন-নির্যাতন করে বিএনপি নেতাকর্মীদের আন্দোলন প্রতিহত করার চেষ্টা করছে। 


জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী বলেন, গত শনিবার বিএনপি বিনা কারণে পুলিশের ওপর হামলা করেছে। তাদের আক্রমণে অতিরিক্ত পুলিশ সুপার, ওসিসহ ৩০ জন পুলিশ আহত হয়েছেন। বিএনপি’র এ নৈরাজ্যের প্রতিবাদে আজ আমাদের শান্তিপূর্ণ সভা ছিল। বিএনপি’র সন্ত্রাসীরা তাদের অফিসের সামনে থেকে হামলা করে। এতে আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। 


এর আগে গত শনিবার বিকালে হবিগঞ্জে বিএনপি’র পদযাত্রাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার, ওসিসহ শতাধিক নেতাকর্মী আহত হন। ওইদিন শহরের শায়েস্তানগর এলাকায় বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শনিবারের সংঘর্ষের ঘটনায় পুলিশ এ পর্যন্ত বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে। অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, শনিবারের ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে কতোজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মোট হিসাব এখনো চূড়ান্ত হয়নি।


এস.এম



Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল