মো. মাহিদুজ্জামান সিয়াম,গবি প্রতিনিধিঃ
রাজশাহী বিভাগ হতে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) পাড়ি জমানো শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী ডিভিশন স্টুডেন্টস এসোসিয়েশন অব গণ বিশ্ববিদ্যালয়য়ের (আরডিএসএজিবি) প্রথম কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী আরাফাত হোসেন কাজী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মো: জামিল।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৬১৮ নং কক্ষে বিভিন্ন বিভাগের শিক্ষক ও অধ্যয়নরত শিক্ষার্থীদের উপস্থিতে আরডিএসজিবি'র কমিটি ঘোষণা এবং প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে।
নব্য গঠিত কমিটির বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি যারীন তাসনীম বীথি, সাববির হোসেন সরদার আশফাত হোসেন মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, মো: মোস্তাফিজুর রহমান, এস এম তানভীর আলিম, অর্থ সম্পাদক মো: রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহদী আশিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাঈদ আনোয়ার ও মো: স্বাধীন হোসেন, দপ্তর সম্পাদক মাহিদুজ্জামান সিয়াম, প্রচার সম্পাদক যুবায়ের ইসলাম মাহী, ক্রীড়া সম্পাদক মো: হাফিজুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুর রউফ, শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক ফারহানা ইয়াসমিন মিম, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক নিয়ামুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আজিজুল হক, মো: জাহিদ এবং মো: জাকারিয়া ইসলাম।
সংগঠনটির প্রথম কার্যনির্বাহী পরিষদের পরামর্শদাতা হিসেবে থাকবেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রউফ বিদ্যুৎ এবং বাংলা বিভাগের প্রভাষক নূর-ই তাহরিমা।
নব্য গঠিত কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক শ্যাম সুন্দর সাহা, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবা খাতুন, আইন বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদা সরকার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাসেল মিয়া, ফলিত গণিত বিভাগের প্রভাষক মোঃ সবুর উদ্দীন, মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ মোখলেছ রহমান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বিভাগের প্রভাষক মৃদুল কান্তি সাহা, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রভাষক ডা. মামুনুর রশীদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ফারজানা তাসনিম এবং রসায়ন বিভাগের প্রভাষক হাবিবা খাতুন।
নবগঠিত কমিটির সভাপতি আরাফাত হোসেন কাজী বলেন, "নতুন কমিটির সভাপতি হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কমিটি গঠনের মূল লক্ষ্যই হচ্ছে রাজশাহী বিভাগের সকলকে একত্রিত করা ও সবার সাথে বন্ধন আরো দৃঢ় করা। পাশাপাশি কমিটির সদস্যদের মাঝে যেন কোনো যোগাযোগের ঘাটতি না থাকে সেদিকে বিশেষ গুরুত্ব দিবো।"
সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ জামিল বলেন, "এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, শিক্ষার্থী-কেন্দ্রিক ও সাংস্কৃতিকভাবে সচেতন সংগঠন, যার মূল উদ্দেশ্য পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সম্পর্কের উন্নয়ন সাধন।”
তিনি আরো বলেন, 'এই সংগঠন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন গড়ে তুলবে এবং শিক্ষক ও সিনিয়রদের সহায়তায় তথ্য, পরামর্শ ও ক্যারিয়ার গাইডলাইনের সুযোগ তৈরি করবে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে রাজশাহীর সংস্কৃতি তুলে ধরার সুযোগও সৃষ্টি হবে, যা গণ বিশ্ববিদ্যালয়ের বহুমাত্রিক শিক্ষাজগতে নতুন মাত্রা যোগ করবে।'
এমআই