নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ প্রতিনিধি:
রাজশাহী কলেজ রিসার্চ কমিউনিটির উদ্যোগে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের জন্য ৭ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে দশটায় রাজশাহী কলেজ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন ঘোষণা করা হয়। উক্ত কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।
অনুষ্ঠানে রাজশাহী কলেজ রিসার্চ কমিউনিটির (RCRC) আহবায়ক মো: জুয়েল হোসেন ও মোসা: তাসলিমা খাতুন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, প্রফেসর ড. ওয়াসীম মোঃ মেজবাহুল হক, ড. সুশান্ত রায় চৌধুরী, প্রমথ চন্দ্র সরকার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্য প্রদানে বলেন, "রাজশাহী কলেজ সৃষ্টির পরে সম্ভবত এই প্রথম এবং একটি অভিনব উদ্যোগ। এমনকি বাংলাদেশে কলেজ পর্যায়েও এ ধরনের উদ্যোগ এই প্রথম। যদি এই প্রয়াস সফল হয় তবে জাতীয় পর্যায়ে এই উদ্যোগ সাড়া ফেলবে। যে শিক্ষকরা এই উদ্যোগ নিয়েছে তাঁরা শিক্ষার্থীদের জন্য আলোকবর্তিকা হিসাবে কাজ করবে। তাই আমি প্রত্যাশা করি এটি রাজশাহী কলেজের শিক্ষার মান বৃদ্ধি করবে, দেশের তো করবে বটে।"
উক্ত কর্মশালায় ৩৪৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। একজন শিক্ষার্থীর গবেষণার স্কিল বাড়ানোর জন্য সাতটি সেশনের আয়োজন করা হয়। কর্মশালার সেশনসমূহ হলো গবেষণা, গবেষণার ধাপ এবং গবেষণাপত্রের কাঠামো, তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্য বিশ্লেষণের পদ্ধতি, গবেষণা ফলাফল উপস্থাপন পদ্ধতি, গবেষণার শিরোনাম ও উদ্দেশ্য নির্ধারণ এবং Al-এর ব্যবহার, গবেষণাপত্রের ভূমিকা অধ্যায়ের কাঠামো, বর্ণনামূলক গবেষণায় গবেষণা পদ্ধতি লেখার কৌশল।
শিক্ষার্থীদের জন্য গবেষণায় আগ্রহ বাড়াতে বাস্তব অভিজ্ঞতা ও প্রাসঙ্গিক দিকনির্দেশনামূলক আলোচনা রাখেন বক্তারা। এছাড়াও শিক্ষার্থীদের আগ্রহ ও প্রশ্নের মাধ্যমে প্রাণবন্তর হয়ে ওঠে কর্মশালার প্রথম সেশনটি।