শনিবার, ০৩ মে ২০২৫

রাবি রেজিস্ট্রারের বাস ভবনে হামলার প্রতিবাদে মানববন্ধন

বৃহস্পতিবার, মে ১, ২০২৫
রাবি রেজিস্ট্রারের বাস ভবনে হামলার প্রতিবাদে মানববন্ধন

রাফি উজ্জামান, রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের বাস ভবনে ককটেল হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা 'সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না,বিচার চাই বিচার চাই সন্ত্রাসীদের বিচার চাই,ককটেল ও বোমাবাজির অপরাজনীতি বন্ধ হোক,মাসউদ স্যারের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে' প্রভৃতি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এ বিষয়ে প্রশাসনকে তদন্তের সময় বেধে দিয়ে রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  সাবেক সমন্বয়ক  সালাউদ্দিন আম্মার বলেন, যতক্ষণ পর্যন্ত তদন্ত চলমান ততক্ষণ আমরা কোনো পক্ষকেই দোষারোপ করবো না। আমরা দেখতে চাই বিপ্লবের ৯ মাস পর প্রশাসন ঠিক কতোটা সচল হয়েছে। প্রশাসন মেইনগেইট,  বিনোদপুর,কাজালায় ফাঁড়ি বসানো সত্ত্বেও কিভাবে সন্ত্রাসীরা ককটেল নিয়ে প্রবেশ করে তা আমার বোধগম্য নয়। বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের যদি কোনো ধরনের নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়? আমরা চাই আগামী ১২  ঘণ্টার মধ্যে প্রশাসন এ ঘটনার তদন্ত করবে।'

রাবির আরেক সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, মাসউদ স্যার জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন। রুয়া নির্বাচনে তিনি একজন প্রার্থী। রুয়া রাকসু নিয়ে যখনি আমরা জোর দাবি জানিয়ে আসছি তখনি এরকম একটা হামলার ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে একটি প্রশ্ন থেকেই যায় যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কতটুকু নিরাপদ। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ১২ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের চিহ্নিত করতে না পারলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।

দুর্বৃত্তদের ষড়যন্ত্রকে হুশিয়ারি দিয়ে স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েসনের প্রচার  ও প্রকাশনা সম্পাদক ফাহির আমিন বলেন, আজকে অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতিতে শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়িয়েছে। আমরা ভাবতে পারিনি জুলাই অভ্যুত্থানের কোনো অগ্রনায়ককে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবনের হুমকির সম্মুখীন হতে হবে। যখন রাবি তাঁর গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের আকাঙ্খা বাস্তবায়ন করতে যাচ্ছে, ঠিক এমন মুহুর্তে জুলাইয়ের অগ্রনায়ক রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ স্যারের বাড়িতে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ করেছে। আমরা মনে করছি যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাঁরা বিশ্ববিদ্যালয়ের গনতন্ত্রের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। শিক্ষার্থীদের আকাঙ্খা বাস্তবায়নকে বাধাগ্রস্থ করতে চায়। আমরা আজকের এই মানববন্ধন থেকে হুশিয়ার করে দিতে চাই, সকল ষড়যন্ত্রকে রুখে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ।

মানববন্ধনে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের এক এলামনাস সদস্য মাহবুবুল হাসান বুলবুল বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পরে সারাদেশে যখন একটি গণতান্ত্রিক দরজা খোলার কথা ছিল। বিশেষ করে ছাত্রাঙ্গন সমূহে নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধি গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু অন্য কোনো পক্ষ সেই সম্ভাবনা নস্যাৎ করতে এবং রাজশাহী বিশ্ববিদ্যালতে রাকসু নির্বাচন যেন না হয় সেজন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের এলামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধেও ষড়যন্ত্র শুরু হয়েছে। এই যেভাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ করে নির্বাচনকে বানচাল করার জন্য একটি অশুভ চক্র কাজ করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই

উল্লেখ্য, গতকাল বুধবার গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আমল মাসঊদের বাড়িতে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। বিনোদপুরের মন্ডলের মোড়ে তাঁর নিজ বাড়ির দরজার সামনে এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি

মানববন্ধনটি সঞ্চালনা করেন রাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এফ এম আর ফাহিম রেজা। মানববন্ধনে বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল