সোমবার, ০৫ মে ২০২৫

বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষেই থাকবে: মির্জা ফখরুল

রোববার, মে ৪, ২০২৫
বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষেই থাকবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষেই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'বিএনপি সবসময় সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা ক্ষমতায় থাকি আর না থাকি গণমাধ্যমের স্বাধীনতার পক্ষেই থাকবে। কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়াকে সমর্থন করব না।'

রোববার (৪ মে) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে 'বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস ২০২৫'- উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। সম্পাদক পরিষদ এই সভার আয়োজন করে।

এসময় তিনি বলেন, 'একটা কথা জোর দিয়ে বলতে চায় আমাদের দলই প্রথম ১৯৭৫ সালে সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল। তার আগের একদলীয় সরকার বা বাকশালের সরকার সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। চারটি সংবাদপত্র ছাড়া সবগুলোই বন্ধ করে দেওয়া হয়।'

তিনি বলেন, 'জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসেন, তখন আবার সব সংবাদপত্র চালু করেছেন। আমরা নিজেদের ধোয়া তুলসি পাতা বলতে চাই না, কিন্তু এ কথা নিংসন্দেহে বলতে পারি যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য আমরা অনেক কাজ করেছি।'

মির্জা ফখরুল বলেন, 'অনেকগুলো মিডিয়া আমাদের সময় তৈরি করা। আমাদের সময় সংবাদকর্মী নিপীড়ন কম হয়েছে।'

ইদানিং সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে চরিত্র হনন করা হয় তাতে আতঙ্কিত হই উল্লেখ করে তিনি বলেন, 'এখন গণমাধ্যমের সঙ্গে কথা বললে আতঙ্কে থাকি কখন, কোন অংশ ছড়িয়ে দিয়ে চরিত্র হনন করা হয়।'

তিনি আরও বলেন, 'আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। গণমাধ্যম যা বলবে তা পছন্দ না হলেই মব জাস্টিস করার বিষয়টিকে আমরা মেনে পারি না। ১৯৭১ সালের যুদ্ধ আমাদের কাছে বিশাল ব্যাপার। যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি। ৯ মাস অবিশ্বাস্য কষ্টের মধ্যে দিয়ে পার করেছি, সেই বিষয়ে কোনো আপোষ করতে পারি না।'

মির্জা ফখরুল বলেন, 'আমাদের বিপক্ষে প্রচার চালানো হয় আমরা সংস্কারের বিপক্ষে। প্রায়ই বলা হয় সংস্কার নয় আমরা নির্বাচন চাই। অথচ সংস্কারের বিষয়টি শুরু হয়েছে আমাদের দ্বারা। আমরাই এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা এনেছি। আমরাই সংসদীয় ব্যবস্থায় গেছি রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা থেকে। অনেক আপত্তি স্বত্বেও তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সংবিধানে নিয়ে এসেছি। এগুলো বাস্তবতা। ওই বাস্তবতা থেকে অযথা আমাদের প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানো, এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যে থাকতে পারে।'

সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম। 

আলোচনা সভায় আরও রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল