নিজস্ব প্রতিবেদক:
লন্ডন থেকে ফেরার পথে দোহায় যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যম্বুলেন্স।
মিডিয়ার মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে দোহা থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছেন খালেদা জিয়া। এর আগে লন্ডন থেকে বাংলাদেশ সময় সোমবার রাত ৯টার পর রওনা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মাঝে কাতারের দোহায় বিমানবন্দরে যাত্রা বিরতি দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সকালে বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে বহন করা বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় ভোর ৬ টা ৫ মিনিটে দোহা বিমান বন্দর রানওয়ে থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছে। আশা করি নির্ধারিত সময়ে বিমান ঢাকায় পৌঁছাবে।’
কাতার আমিরের দেওয়া রাজকীয় বিমানে খালেদা জিয়ারে সঙ্গে দেশে আসছেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এর মধ্যে জুবাইদা রহমান প্রায় ১৭ বছর পর দেশে আসছেন।