নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজের পরে বড় জমায়েতের ডাক দিয়েছেন জুলাইয়ের অন্যতম যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। সেজন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে সার্ক ফোয়ারার সামনে ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে।
শুক্রবার সকাল ১০টার দিকে পাঁচটি ট্রাক একত্র করে সামিয়ানা টাঙিয়ে শ্রমিকরা মঞ্চ নির্মাণ করছেন। সমাবেশ ঘিরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল মসজিদমুখী রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করেছে।
এর আগে বৃহস্পতিবার রাত থেকে জুলাইয়ের অংশীদার নানা দল এবং ইসলামপন্থী দলের কর্মরা যমুনার সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায়ও সেখানে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেয়া হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর বড় জমায়েতের ডাক দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ।
আজ সকাল ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই আহ্বান জানান তিনি। এ সময় দল-মত নির্বিশেষে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
সময় জার্নাল/এলআর