ইসাহাক আলী, নাটোর:
নাটোরের লালপুরে পরকীয়া প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা প্রেমিক আওয়ামীলীগ নেতা ও নর্থ বেঙ্গল সুগার মিলের সেই সিআইসি সাফিউদ্দোলা শাফিকে সাময়িক বরখাস্ত করেছে নর্থ বেঙ্গল সুগার মিলস কতৃপক্ষ। মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক আদেশে এই বহিষ্কার করা হয়। তিনি প্রশিক্ষণে থাকায় মিলের মহাব্যবস্থাপক প্রশাসন আনিসুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ।
এর আগে গত শুক্রবার ১০ মে দিবাগত রাতে উপজেলার দূড়দুড়িয়া গ্রামে তার বাড়ি থেকে শাফিকে আটক করা হয়। শফিউদৌলা একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। এছাড়া তিনি নর্থ বেঙ্গল সুগার মিলের ইক্ষু ক্রয় কেন্দ্র ব্যবস্থাপক (সিআইসি) পদে কর্মরত রয়েছেন।
জানা যায় , শফিউদ্দৌলা ওরফে শাফি ও তার সহকর্মী (সিআইপি লাবনী সুলতানা ) ওই মিলের মাধবপুর সেন্টারে কর্মরত থাকাকালে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এসময় সহকর্মীরা নিষেধ করলেও তারা তাদের অপকর্ম চালিয়ে যান। এরমধ্যে প্রেমিক শাফির সহায়তায় সিআইসি পদটি বাগিয়ে নেন ওই নারী। সিআইসি পদ পাওয়ার পর থেকে সে শাফির সঙ্গে যোগাযোগ কমিয়ে দিতে থাকে। বিষয়টি বুঝতে পেরে শাফি এনিয়ে কথা বলতে চাইলে সে এড়িয়ে যেতে থাকে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে উপজেলার গোপালপুরের ভাড়া বাড়ীতে নিয়ে গিয়ে কৌশলে মোবাইল ফোনে ওই নারীর বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে রাখে শাফি। বিষয়টি জানতে পেরে সে সময় বিষয়টি মীমাংসা করা হয়। পরে গত ৬ মে থেকে ৯ মে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ সেসব ভিডিও দিয়ে টাকা দাবি করা হয়। অন্যথায় ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। টাকা না দেওয়ায় শুক্রবার ৯ মে সন্ধ্যার দিকে ময়না মনি নামে ফেসবুক আইডি থেকে অশ্লীল ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হয়।
বর্তমানে আওয়ামী লীগ নেতা ও সি আই সি শাফিউদ্দৌলা জেল হাজতে রয়েছেন। সাময়িক বহিষ্কারকালীন সময়ে তিনি শুধুমাত্র ভাতা পাবেন, তবে বিচারকার্যে অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।