নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ প্রতিনিধি:
'স্বপ্ন দেখেছি যখন জব প্রিপারেশন ক্লাবেই হবে পূরণ'- স্লোগানকে সামনে রেখে রাজশাহী কলেজ জব প্রিপারেশন ক্লাবের (আরসিজেপিসি)নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১০ টায় রাজশাহী কলেজের মিলনায়তনে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী কলেজ জব প্রিপারেশন ক্লাবের (আরসিজেপিসি) এর সভাপতি মাহমুদ আল ফারাবি সেলিম ও কার্যনির্বাহী সদস্য মোছাঃ কুইন রাণী।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন অনুষ্ঠানের সভাপতি ও কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।
অনুষ্ঠানের সভাপতি কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন,'তোমরা এই জব প্রিপারেশন ক্লাবের (আরসিজেপিসি) সদস্য হয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছ তাদের জন্য এটি একটি বড় প্ল্যাটফর্ম। রাজশাহী কলেজ নিয়ে আমাদের যে গর্ব তার মূলে রয়েছে এখানকার শিক্ষাব্যবস্থা। তারই ধারাবাহিকতায় এই জব প্রিপারেশন ক্লাব গড়ে তোলা,এটি কলেজের সাফল্যের ধারা অব্যাহত রাখতে ভূমিকা রাখবে বলে আশা করছি।'
তিনি আরও বলেন,'আমরা যারা শিক্ষকতায় থেকে তোমাদের গড়ে তোলার চেষ্টা করছি,আমরা চাইব তোমরা তোমাদের নিয়ে দেখা আমাদের এই স্বপ্ন পূরণ করে আমাদের মুখ উজ্জ্বল করবে।বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনিক পর্যায়ে তোমরা নিজেদের প্রমাণ করবে।আমরা যারা প্রশাসন বা শিক্ষাসহ অন্য ক্যাডার শাখায় কাজ করার স্বপ্ন দেখি তারা আজ থেকেই চেষ্টা শুরু করবে।'
এছাড়া রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড.মোঃ সেরাজ উদ্দীন ও উক্ত সংগঠনের আহ্বায়ক ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর জনাব মোঃ ফারুক হোসেন সম্মানিত অতিথির আসন গ্রহণ করেন।
সংগঠনের নবীন সদস্য মনিকা বলেন,'পড়াশোনা শেষ করে সফল হওয়ার একরাশ স্বপ্ন নিয়ে আমি এই কলেজে ভর্তি হই।তবে শুরুটা কিভাবে করব বুঝতে পারছিলাম না।এই সংগঠনের হাত ধরে আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।'
আরেক সদস্য মেহেদী হাসান বলেন,'আমি বিসিএস ক্যাডার হতে চাই,তাই এই ক্লাবে আসা।আমি আশা করছি এই ক্লাবের মাধ্যমে আমি আমার স্বপ্নকে ছুঁতে পারব।
অনুষ্ঠানে প্রত্যেক নবীন শিক্ষার্থীদের হাতে কোর্স প্ল্যান তুলে দেয়া হয়। সবশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।