তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রেমিকার সাথে ঘুরাঘুরি করার সময় আটক হয়েছে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা।
সোমবার (১২ই মে) রাত ৮টার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন চায়ের দোকান ‘মাচাং’ এর সামনে এ ঘটনা ঘটে।
আটককৃত ছাত্রলীগ নেতার নাম সাইমুম খান। তিনি বিশ্ববিদ্যালয়ের এইচ,আর,এম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক।
জানা যায়, তিনি এদিন বিকালে তার প্রেমিকার সাথে ঘুরাঘুরি করছিলেন। এসময় পূর্বের একটি মারধরের ঘটনায় বিক্ষুব্ধ কিছু শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের কাছে হস্তান্তর করলে নিরাপত্তা কর্মীরা তাকে পুলিশে সপর্দ করে।
শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে অবস্থানকালীন সাইমুনের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে হয়রানি ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে। সর্বশেষ গত বছরের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খায়রুল ইসলামকে আনাস হলে ডেকে নিয়ে মারধর ও ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেয় সাইমুন। এ ঘটনায় ভুক্তভোগী প্রক্টর অফিসে লিখিত অভিযোগও দিয়েছিলেন।
ঐ ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “আমি মারধরের শিকার হয়ে প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছিলাম। ছাত্রলীগের কর্মী হওয়ায় তখন বিচার পাইনি। তার দেওয়া হুমকির সমস্ত প্রমাণ আমার কাছে আছে।