তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদানের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম এয়াকুব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে অনুষদ প্রতি প্রথম তিনজনকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকববেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ উপাচার্য প্রফেসর ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি এবং শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তারা।