তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’ এর উদ্যোগে বৃক্ষরোপন এবং পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।
শুক্রবার (২৩শে মে) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে, ক্যাফেটেরিয়া সংলগ্ন রাস্তার পাশে, রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে এবং মীর মুগ্ধ সরোবরে এ কর্মসূচি পালন করা হয়। এসময় শিউলি, কৃষ্ণচূড়া, জারুল, বাগান-বিলাস, নিমসহ বিভিন্ন বৃক্ষ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তারুণ্যের বর্তমান সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা, সাবেক সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয় সহ অন্য সদস্যবৃন্দ।
কর্মসূচি শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা বলেন, ‘ট্রেনিং এর অংশ হিসেবে করলেও পরিস্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ আমাদের নিয়মিত কার্যক্রম। ট্রেনিং থেকে প্রাপ্ত শিক্ষা বাস্তবে রূপদানের পাশাপাশি আমাদের কর্মসূচীর উদ্দেশ্য সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। তাই আমাদের সকলের উচিত বেশি বেশি করে গাছ লাগানো।
সভাপতির বক্তব্যে মোঃ আমিনুল ইসলাম বলেন, ‘সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের উচিৎ আশেপাশের এলাকা পরিস্কার রাখা। গাছ আমাদের জন্য অতীব জরুরি। তাই আমাদের শুধু গাছ লাগালেই হবে না, গাছকে সঠিকভাবে পরিচর্যাও করতে হবে।
উল্লেখ্য, তারুণ্য কর্তৃক গত ১৫ ও ১৬ মে দু'দিনব্যাপী ইয়ুথ লিডারশীপ ট্রেইনিংয়ে একটি দলগত কাজের পরিকল্পনা করা হয়। তারই অংশ হিসেবে উক্ত কর্মসূচী পালন করা হয়।