শনিবার, ২৪ মে ২০২৫

নাটোরে ১২০ টাকায় পুলিশে নিয়োগ

শুক্রবার, মে ২৩, ২০২৫
নাটোরে ১২০ টাকায় পুলিশে নিয়োগ

ইসাহাক আলী, নাটোর:
 
নাটোরে মেধা-যোগ্যতা ও মাত্র ১২০ টাকা করে ব্যয়ে জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন হতদরিদ্র পরিবারের ২৪ সদস্য। 
বৃহস্পতিবার রাত নয়টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত ২৪ জনের ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ আমজাদ হোসাইন। 
এ সময় পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের উচিৎ দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করা। তাদের উচিৎ, বাবা-মা এবং বাড়ির অন্যান্য সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা।
নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী’র পরিচালনায় অনাড়ম্বর ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিয়োগ বোর্ডের  সদস্য সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজরান রউফ এবং বগুড়া ডিএসবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার হোসেন।
স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় নিয়োগ বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিয়োগপ্রাপ্তদের মধ্যে আনিকা তাবাসসুম, সিমলা খাতুন, আল শাহরিয়ার অনিক এবং তাদের অভিভাবকরা বক্তব্য রাখেন।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে পর্যায়ক্রমিক পরীক্ষার প্রথম দিনে ১৬ এপ্রিল এক হাজার ৭৮১ জন প্রার্থীর শারিরিক মাপ এবং কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। দ্বিতীয় দিনের ইভেন্টে ৯৬২ জন প্রার্থী ২০০ মিটার দৌড় এবং লং জাম্প ও হাই জাম্প কার্যক্রম সম্পন্ন করেন। তৃতীয় দিনে তিনটি ইভেন্টের পরীক্ষার মধ্যে ছেলেদের সাড়ে চার মিনিটের মধ্যে এক হাজার ৬০০ মিটার দৌড় ও মেয়েদের সাত মিনিটের মধ্যে এক হাজার মিটার দৌড়, রোফ রাইডিং এবং ক্লাইম্বিং পরীক্ষায় অংশগ্রহন করেন ৪৯৫ জন। ১৩ মে লিখিত পরীক্ষায় অবত্তীর্ণ হন ২৯০ জনের উত্তরপত্র কোডিং এর মাধ্যমে প্রেরণ করে পুলিশ হেডকোয়াটারে মূল্যায়ন করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩১ জনকে গতকাল দিন ব্যাপী মৌখিক পরীক্ষায় আমন্ত্রণ জানানো হয়। ৩১ জনের মধ্যে ২৪ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হন, অপেক্ষমান তালিকায় আছেন দুইজন।  

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল