তিতুমীর কলেজ প্রতিনিধি:
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করতে আধুনিক পানির ফিল্টার স্থাপন করেছেন তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য।
শনিবার (২৪ মে) কলেজের পুরাতন বিজ্ঞান ভবনের নিচতলায় ব্যক্তিগত উদ্যোগে এই পানির ফিল্টারটি স্থাপন করা হয়। এতে শিক্ষার্থীরা এখন থেকে সহজেই সুপেয় ও স্বাস্থ্যসম্মত পানি পান করতে পারবেন।
নোবেল ইসলাম সূর্য বলেন, ‘সুস্থ জীবনের জন্য বিশুদ্ধ পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য করেছি, তিতুমীর কলেজ ক্যাম্পাসে বিশুদ্ধ খাবার পানির পর্যাপ্ত ব্যবস্থা নেই। ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত একজন হিসেবে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকেই এ উদ্যোগ গ্রহণ করেছি, যাতে ক্যাম্পাসের শিক্ষার্থীরা নিরাপদ পানির সুবিধা পান।’
এমআই