মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’-এ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন হয়েছে।
রোববার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জুবায়ের আহমেদ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন, সাংবাদিক মোঃ আকতারুজ্জামান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ ভূমি সেবা প্রত্যাশীরা।
উদ্বোধক জাকিয়া সরয়ার লিমা বলেন, গত এক বছরে উপজেলা ভূমি অফিস প্রায় ২১ হাজার নামজারি মামলা নিষ্পত্তি করেছে। পাশাপাশি মিস কেইস বা বিবিধ কেইসা নিষ্পত্তি করেছি ৩৮০টি, নামজারি রিভিউ মামলা রুজু হয়ে নিষ্পত্তি হয়েছে প্রায় ১০৫টি। ভূমি সংক্রান্ত সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে ও নাগরিকদের ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, লিজ নবায়ন ফি আদায় সংক্রান্ত কার্যক্রমকে আরো সহজতর করতে এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় এ মেলার আয়োজন করা হয়। মেলার কার্যক্রমের মধ্যে রয়েছে- অনলাইন ভূমি সেবার জন্য রেজিষ্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায়, ই-নামজারি, অর্পিত সম্পত্তির লিজ নবায়ন ফি আদায়, ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন, ভূমি উন্নয়ন কর ও অন্যান্য অনলাইন ভূমিসেবা সংক্রান্ত অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শন, ভূমি বিষয়ক বিভিন্ন জিজ্ঞাসার উত্তর, অনলাইন ভূমিসেবা গ্রহণ ও ভূমি উন্নয়ন কর প্রদান সম্পর্কিত লিফলেট বিতরণ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের ভূমি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ, ডাকযোগে ভূমি সেবা প্রাপ্তি -মৌজাম্যাপ প্রাপ্তি, খতিয়ান প্রাপ্তি সম্পর্কে সচেতন করা।
এমআই