নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কমলাপুর মোড়ে বিআরটিসি বাসের ধাক্কায় প্রথম শ্রেণির এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। সাত বছরের রশনি পাল মতিঝিল সরকারি মডেল স্কুলের শিক্ষার্থী ছিল।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি বিআরটিসি বাসের ধাক্কায় রশনি গুরুতর আহত হয়। রশনির সঙ্গে থাকা তার দাদী তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে, কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে রশনিকে মৃত ঘোষণা করেন।
রশনির দাদী রেখা বিশ্বাস জানান, তাদের বাসা মুগদার মান্ডা এলাকায়। সকালে তিনি রশনিকে নিয়ে স্কুলে যান। স্কুল ছুটির পর তারা বাসায় ফিরছিলেন।
তিনি আরও জানান, কমলাপুর মোড়ে রশনি তার হাত ধরে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ একটি বিআরটিসি বাস এসে সজোরে ধাক্কা দেয় রশনিকে। ঢাকা মেডিকেলে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
রশনিদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার পাটগাঁও গ্রামে। বর্তমানে তারা মুগদা মান্ডা এলাকায় ভাড়া বাসায় থাকেন।