নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মিরপুরে দিনে-দুপুরে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা। গুলিবিদ্ধ ব্যবসায়ী জাহিদুল ইসলামকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একটি মানি এক্সচেঞ্জের মালিক বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে।
আহত জাহিদুল ইসলাম পরিবার নিয়ে মিরপুরে বসবাস করেন। তার গ্রামের বাড়ি কারতা, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর জোনের এডিসি ইয়াসিনা ফেরদৌস। তিনি বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। স্বজনদের মুখে জানা গেছে, আহত ব্যবসায়ীর কাছ থেকে তারা ২০ লাখ টাকা নিয়ে গেছে।
তিনি আরও বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারী উপ পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
জানা গেছে, সকালে বাসা থেকে রিকশাযোগে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন জাহিদুল। স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছলে দুটি মোটরসাইকেলযোগে ছয়জন দুর্বৃত্ত তার পথ রোধ করে। তারা সঙ্গে থাকা টাকা দাবি করে। টাকা না দেওয়ায় কোমরের বাঁ পাশে গুলি করে। পরে তার কাছে থাকা ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারীরা দুটি মোটরসাইকেলে এসেছিল। এ সময় তাদের মাঝে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে জাহিদুল এর কাছে থাকা ব্যক্তি ছিনিয়ে নিয়ে তিনজন মোটরসাইকেলে ওঠেন। এ সময় জাহিদুলের পেছনে থাকা আরেক সন্ত্রাসী তাকে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সেই সন্ত্রাসীর দৌড় দিয়ে সামনের দিকে এগিয়ে যান। পরে তারা দুটি মোটরসাইকেলে পালিয়ে যান।
ঘটনাটি সবার সামনে ঘটে। তবে সন্ত্রাসীরা ওই সময় গুলি করায় আশপাশের লোকজন সহযোগিতার জন্য ছুটে আসতে সাহস পাননি। পরে তারা পালিয়ে গেলে জাহিদুলকে উদ্ধার করে পথচারীরা নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।