শনিবার, ০৫ জুলাই ২০২৫

সংস্কারের নামে বেহাল দশা ববির কেন্দ্রীয় মাঠের- শিক্ষার্থীদের ক্ষোভ

শনিবার, জুলাই ৫, ২০২৫
সংস্কারের নামে বেহাল দশা ববির কেন্দ্রীয় মাঠের- শিক্ষার্থীদের ক্ষোভ

মো: রাব্বি হাসান, ববি প্রতিনিধি:


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) একমাত্র খেলার মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কারের নামে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মাঠের বিভিন্ন জায়গায় মাটির স্তুপ জমা থাকায় খেলাধুলা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের অভিযোগ, ববির প্রায় ১১ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে একটিমাত্র কেন্দ্রীয় খেলার মাঠ। এর মধ্যে সংস্কার কাজে চরম ধীরগতি ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে মাঠটি কার্যত পরিত্যক্ত জমিতে পরিণত হয়েছে। বর্ষাকালে সংস্কার কাজ শুরু করাকে অদূরদর্শী ও অদক্ষতার প্রমাণ হিসেবে দেখছেন তারা।


সরেজমিনে দেখা যায়, প্রায় দুই মাস ধরে মাঠটি সংস্কারের নামে খুঁড়ে রাখা হয়েছে এবং বিভিন্ন স্থানে ২৫টির মতো মাটির  ছোট ছোট স্তুপ ফেলে রাখা হয়েছে। এতে করে মাঠ জুড়ে মাথাচাড়া দিয়ে ওঠেছে লম্বা ঘাস। মাঠের একাধিক জায়গায় জমে রয়েছে পানি। 


নিয়মিত মাঠটিতে খেলাধুলা করেন এমন ৬ জন শিক্ষার্থীর সাথে কথা হয় প্রতিবেদকের । তারা জানান, সামান্য বৃষ্টি হলেই মাঠের বিভিন্ন স্থানে জলবদ্ধতার সৃষ্টি হয় । ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন মাঠের একাধিক জায়গায় পানি জমে থাকে। পুরো মাঠ কাদায় পরিণত হয়। এদিকে বর্ষায় সংস্কারের কাজ চলমান থাকায় এখন পুরোপুরো মাঠটি ব্যবহারের অনুপযুক্ত। 


ববির মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান সিফাত বলেন, “বিশ্ববিদ্যালয়ে একমাত্র কেন্দ্রীয় খেলার মাঠটি সংস্কারের কারণে দীর্ঘদিন ধরে খেলাধুলা বন্ধ রয়েছে। ফলে ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়রা মাঠে অনুশীলনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা ক্রীড়াপ্রেমীদের জন্য হতাশাজনক। এছাড়া, হল টুর্নামেন্টের ইনডোর অংশ শেষ হলেও আউটডোর পর্ব সম্পন্ন করা সম্ভব হয়নি। আমরা দ্রুত মাঠ সংস্কার সম্পন্ন করে খেলাধুলার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যাশা করছি।”


মার্কেটিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মো. মাহিম বলেন, “আমরা বুঝতেই পারছি না আসলে কী হচ্ছে। প্রায় দুই মাস ধরে মাঠে যেতে পারছি না। আগে যে সময়টায় খেলাধুলায় ব্যস্ত থাকতাম, এখন সেটা কেটে যাচ্ছে নিস্তেজ অবসরে। আমাদের মতো নিয়মিত খেলোয়াড়দের জন্য এটা সত্যিই একঘেয়ে ও হতাশাজনক।”


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার উপ-প্রকৌশলী মুরশিদ  আবেদীন বলেন, “বৃষ্টির কারণে আশপাশের জমিগুলো জলমগ্ন হয়ে থাকায় ঠিকাদার প্রয়োজনীয় মাটি সংগ্রহ করতে পারছেন না। তবে মাঠ সংস্কারের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে, যার মেয়াদ শেষ হবে আগামী ১৮ আগস্ট।”

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল