নিজস্ব প্রতিবেদক, সিলেট:
আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্র ফিরবে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৭ জুলাই) সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে সিলেটে আসেন।
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার যে লড়াই করছে, তা সফল হতে চলেছে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যে যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, সেখানে আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশাবাদী—এই নির্বাচনের মধ্য দিয়েই দেশ রাইট ট্র্যাকে উঠবে।”
জুলাই ও আগস্টের আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি বিএনপি এবং দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে শ্রদ্ধা ও সহানুভূতি প্রকাশ করে তিনি বলেন, “এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের ত্যাগ বৃথা যাবে না। তাদের লড়াইয়ের কারণেই আজ গণতন্ত্র ফিরে আসার দ্বারপ্রান্তে পৌঁছেছে দেশ।”
বর্তমান সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “আমরা দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছি। এ সময় আমাদের ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে অন্তত ১ হাজার ৭০০ জনকে। তাঁদের মধ্যে অন্যতম হলেন সিলেটের সাহসী নেতা এম. ইলিয়াস আলী।”
তিনি আরও বলেন, “এত প্রতিকূলতার পরও আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কারণ দেশের মানুষ আর অবৈধ শাসন চায় না। তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসনের বাংলাদেশ ফিরে পেতে চায়।”
একে