মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া হোসনে আরা বেগম (৭০) এর দাফন সম্পূর্ণ হয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১০ঘটিকায় হাজারো মানুষের অংশগ্রহনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে রোববার (৬ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে বৃদ্ধ স্বামী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন তিনি।
এসময় মায়ের শেষ বিদায়ে জানাযার নামে অংশগ্রহণ করতে পারেননি কবিরহাট উপজেলা আ.লীগের সাবেক কোষাদক্ষ্য ও ধানসিঁড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কামাল খাঁন (কামাল কোম্পানী)।
উল্লেখ্য গত মঙ্গলবার ১ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের মতিনের দোকান সংলগ্ন কামাল কোম্পানির পৈর্তৃক বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, নিহতের ছেলে মাইন উদ্দিন বাদী হয়ে এ ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা দিয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে, তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না। নিহত হোসনে আরা বেগম সব সময় শরীরে স্বর্ণালংকার ব্যবহার করতেন। ধারণা করা হচ্ছে, চুরি করতে আসা লোককে চিনে ফেলায় তাকে গুরুতর জখম করা হয়। তবে এটি কোনো ডাকাতির ঘটনা না, একাধিক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।
একে