খুবি প্রতিনিধি:
জঙ্গি সংশ্লিষ্ট নাটকে আটক হয়ে দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় কারাবন্দী থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক দুই শিক্ষার্থী।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পান মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের ১৭তম ব্যাচের শিক্ষার্থী নুর মোহাম্মদ অনিক ও পরিসংখ্যান ডিসিপ্লিনের একই ব্যাচের শিক্ষার্থী মো. মোজাহিদুল ইসলাম।
তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন শিক্ষার্থীদের আইনজীবী বেগম আক্তার জাহান রুকু।
কারাগার থেকে মুক্তির পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ জানুয়ারি অনিক ও মোজাহিদুলকে ‘গুম’ করা হয় এবং ২৫ জানুয়ারি তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনে আটক দেখানো হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নির্দোষ প্রমাণিত হয়ে তারা মুক্তি পান।