চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব-সিইউডিসি'র উদ্যোগে দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালা - ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে প্রথম দিনের সেশন অনুষ্ঠিত হয়।
ক্লাবের সদস্য সচিব সুমাইয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আব্দুল মান্নান।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, “বিতর্ক মানবিকতা, যুক্তি ও নেতৃত্ব বিকাশের এক অনন্য হাতিয়ার। এর মাধ্যমে নিজেকে এবং সমাজকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব।”
ক্লাবের আহ্বায়ক নোমান ইবনে মোসলেহ উদ্দিন সমাপনী বক্তব্যে অংশগ্রহণকারীদের আগামী দিনের সেশনগুলোতেও একই উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অংশ নেওয়ার আহ্বান জানান।
আজ প্রথম দিনে তিনটি শিক্ষণীয় ও প্রাণবন্ত সেশন অনুষ্ঠিত হয়। প্রথম সেশনটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা রুমঝুম ভূঁইয়া। তিনি “ডিবেট টু লিডারশিপ” বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। দ্বিতীয় সেশনটি নেন আইআইইউসি ডিবেটরস কমিউনিটির সভাপতি শফিফুল কাদের রাকিব। যিনি “সংসদীয় বিতর্কের আদ্যোপান্ত” বিষয়ে বিশদভাবে আলোকপাত করেন। দিনটির শেষ সেশনটি নেন সিএমসিডিসির সাধারণ সম্পাদক সিদরাতুল মুনতাহা। তিনি “মোশন বিশ্লেষণ” বিষয়ে অংশগ্রহণকারীদের তাত্ত্বিক ও practically দিকনির্দেশনা দেন। তিনজনই তাদের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে অংশগ্রহণকারীদের বিতর্ক চর্চায় নতুন দিগন্ত উন্মোচনে অনুপ্রাণিত করেন।
এমআই