মো. এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ছুট্টুকে আটক করায় ক্ষিপ্ত হয়ে যুবকদের ওপর হামলা চালিয়ে দুজনকে আহত করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সোমবার রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা গ্রামে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাতিসা ইউনিয়নের নানকরা গ্রামের মো. ছুট্টু সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইয়াবাসহ আমজাদের বাজার থেকে নানকরার দিকে যাচ্ছিল। এ সময় দুর্গাপুর গ্রামের কামরুল হাসানসহ মাদকবিরোধী কয়েকজন যুবক তাকে দেখতে পান। পরে তারা মোটরসাইকেলযোগে ধাওয়া করে নানকরা এলাকায় গিয়ে ছুট্টুকে ইয়াবাসহ আটক করেন এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে ছুট্টুর সহযোগী মিজানুর রহমানের নেতৃত্বে ১৮–২০ জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওই যুবকদের ওপর হামলা চালায়। এতে আবদুল হালিম ও কামরুল হাসান আহত হন। হামলাকারীরা আবদুল হালিমের মোবাইল ফোন ও কামরুল হাসানের একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় আবদুল হালিমকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় কামরুল হাসান বাদী হয়ে মো. ছুট্টু ও মিজানুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮–২০ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান বলেন, “হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
একে