মো. সারওয়ার হোসেন, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) "সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস)" এর উদ্যেগে পঞ্চম বারের মতো আগামী ১১ ও ১২ জুলাই আয়োজিত হতে যাচ্ছে আইনভিত্তিক প্রতিযোগিতা ' এসসিএসএস ন্যাশনাল ল' অলিম্পিয়াড ২০২৫।'
মঙ্গলবার (৮ জুলাই) দুপর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি তাফহিম উল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সোসাইটি ফর ক্রিটক্যাল স্টাডিজের চেয়ারপারসন তাফহিম উল ইসলাম, জেনারেল সেক্রেটারি নূর হোসেন বৈশাখ, নির্বাহী সদস্য সৌরভ চৌধুরী ও নির্বাহী সদস্য ইস্মিতা আজিম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি বলেন, এসসিএলএস ল অলিম্পিয়াড ২০২৫ এর প্রধান লক্ষ্য তরুণ আইন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ আইন ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। একইসঙ্গে আইনি বিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তা এবং যুক্তিনির্ভর বিতর্কে দক্ষতা বৃদ্ধি করাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এবারের প্রতিযোগিতাটি ৫টি ধাপে অনুষ্ঠিত হবে:পিক্টোরিয়াল প্লী রাউন্ড, রেবেলিয়াস স্পিরিট রাউন্ড, ক্রিটিক্যাল আই রাউন্ড, রিফর্ম এসেম্বলি রাউন্ড, সিম্পোজিয়াম রাউন্ড।
এ সময় তিনি আরো জানান, দুই দিনব্যাপি এই প্রতিযোগিতায় মোট ৩০ টিরও বেশি বিশ্ববিদ্যালয় হতে ৪০টি টিম অংশগ্রহণ করবে। প্রতিযোগীতার প্রাথমিক বাছাই পর্বে মোট ৭০টি টিম অংশগ্রহণ করে। এর মাঝে প্রথম ৪০টি টিম প্রতিযোগিতায় অংশগ্রহণে উত্তীর্ণ হয়।
দুই দিনব্যাপী আইনভিত্তিক এ প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা মহানগর দায়রা জজ জনাব মোহাম্মদ জাকির হোসেন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম, চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামিম উদ্দিন খান, (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব মো. আহসানুল করিম।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন। আরও উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামিম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন।