মোহাম্মদ মুরাদ হোসেন:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পরীক্ষা দিতে আসা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে পরীক্ষা দেওয়ার সময় তাঁকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক ছাত্রলীগ নেতার নাম শুভ (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
খোঁজ নিয়ে জানা গেছে, শুভ স্থাপত্য বিভাগের স্পেশাল রিপিট পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে এসেছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা বলেন, একজন হামলাকারীর পরীক্ষায় অংশগ্রহণ করার নিয়ম নেই। এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক শাখা ব্যবস্থ গ্রহণ করবে। আমরা তাঁকে পুলিশের হাতে সোপর্দ করেছি।
এ বিষয়ে দিনাজপুর কতোয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক মাজেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।’