খালেদ হোসেন টাপু ,রামু প্রতিনিধি:
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার নবনির্বাচিত আমীর মাওলানা আ.হ. ম নুরুল কবির হিলালী বলেছেন, রাষ্ট্রীয়ভাবে ইসলামী নেজাম প্রতিষ্ঠা ছাড়া জাতির প্রকৃত মুক্তি সম্ভব নয়। তাই নবভী আদর্শের আলোকে সত্যিকার অর্থে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নেজামে ইসলাম পার্টির বিপ্লবী অভিযাত্রা। এটি প্রখ্যাত ওলামা-মশায়েখের হাতে গড়া ঈমানদীপ্ত এক সংগ্রামী কাফেলা। এ সংগঠনের ঈমানদীপ্ত কর্মসূচি ও বিপ্লবী ঐতিহ্যধারায় স্বদেশের আকাশে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করার প্রত্যয়ে দুর্বার সংগ্রাম চালিয়ে যেতে হবে।
তিনি সংগঠনের রামু উপজেলা কার্যনির্বাহী পরিষদ নবায়নকল্পে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় তিনি তাগুতী অপশক্তির চক্রান্ত, সাম্রাজ্যবাদী থাবা ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবান জানান।
কক্সবাজার জেলার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের গৃহীত কর্মসূচির আলোকে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে কলঘর বাজার হযরত ওমর র. হিফজখানা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
জেলা নায়েবে আমীর ও রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলা আমীর মাওলানা ফরিদুল হক, জেলা অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী। প্রধান বক্তা ছিলেন, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। বিশেষ বক্তা ছিলেন, উখিয়া উপজেলা সদস্য সচিব মাওলানা মুহাম্মদ আবদুল হামিদ, জেলা ইসলামী যুবসমাজ নেতা মাওলানা মুহাম্মদ দিদারুল আলম।
জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আবরারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক, কাউয়ারখোপ ইউনিয়ন আহবায়ক মাওলানা মোস্তফা, গর্জনিয়া ইউনিয়ন আমীর মাওলানা হাফেজ আজিজুল হক মক্কী, ফতেখাঁরকুল ইউনিয়ন আমীর মাওলানা আহমদুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আহবায়ক মাওলানা মুহিব্বুল্লাহ, রাজারকুল ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, জোয়ারিয়ানালা ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ নুরুল আজিম, কাউয়ারখোপ ইউনিয়ন সদস্য সচিব মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ, জেলা ইসলামী ছাত্রসমাজের সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন, রামু উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মদ নুরুল আলম।
এছাড়াও দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, নেজামে ইসলাম পার্টি চাকমারকুল ইউনিয়ন প্রতিনিধি মাওলানা হাফেজ সুলাইমান, মাওলানা হাফেজ মিজানুর রহমান, রশিদ নগর ইউনিয়ন সদস্য সচিব মাওলানা হেলাল উদ্দিন, কচ্ছপিয়া ইউনিয়ন সদস্য সচিব মাওলানা হাফেজ আতিকুর রহমান, ফতেখাঁরকুল ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহাব, রাজারকুল ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম, ফতেখাঁরকৃল ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, ৯ নং ওয়ার্ড শাখার নায়েবে আমীর মাওলানা হাফেজ মুনিরুল হক, সাধারণ সম্পাদক হাফেজ সেলিম উল্লাহ, রাজারকুল ইউনিয়ন শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফেজ সাঈদুল হক, যুববিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল গণি, ছাত্রবিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিক, চাকমারকুল ইউনিয়ন শাখার মাওলানা নুরুল আবছার, মাওলানা হাফেজ রিদওয়ানুল হক প্রমুখ।
সভা শেষে জুলাই বিপ্লবের বীর শহীদানের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা ও জেলা নেজামে ইসলাম পার্টির প্রচার সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলীর আরোগ্য কামনায় আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।
একে