মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ও সমমানের পরীক্ষায় কেউ কৃতকার্য হতে পারেনি। বিদ্যালয়গুলো থেকে যে কয়জন পরীক্ষার্থী অংশ নিয়ে ছিলেন সবাই অকৃতকার্য হয়েছেন। এ ঘটনায় অভিভাবকরা লেখাপড়ার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
বিদ্যালয়গুলো হলো রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয়, পৌর এলাকার মাটি ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এসকল বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।
বৃহস্পতিবার (১০জুলাই) প্রকাশিত ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ চিত্র দেখা যায়। এই চারটি বিদ্যালয় থেকে মোট ৪৮জন পরীক্ষার্থী বিভিন্ন বিভাগ থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
এ বিষয়ে শফিকুর রহমান নামের একজন অভিভাবক জানান, বর্তমানে বিদ্যালয়ের লেখাপড়ার মান যে একবারে তলানীতে এসেছে সেটা এবারের পরীক্ষায় দেখা গেছে। আমাদের অভিভাবকদের আরও সচেতন হওয়া উচিত। যে আমাদের সন্তানরা বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া শিখছে নাকি শুধু নামে মাত্র লেখাপড়া চলছে। আমি মনে করি শিক্ষকরা শিক্ষার মান বাড়াতে আরও সচেতন হবেন।
নলছিটি মাধ্যমিক শিক্ষা অফিসার অনোয়ারুল আজিম জানান, আমরা এখনো বিভিন্ন বিদ্যালয়ের ফলাফল সংগ্রহ করছি। আর যদি কোন বিদ্যালয়ে কেউ পাশ না করে থাকে তাহলে আমাদের উর্দ্ধতন কতৃপক্ষ তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিবেন যেগুলো কার্যকর করনে সচেষ্ট থাকবো।
এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘নলছিটির চারটি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’