রবিবার, ১৩ জুলাই ২০২৫

কুড়িগ্রামে সেনা অভিযানে এক মণ গাঁজা উদ্ধার

রোববার, জুলাই ১৩, ২০২৫
কুড়িগ্রামে সেনা অভিযানে এক মণ গাঁজা উদ্ধার

জাকারিয়া শেখ, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক মণ (৪০ কেজি) গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের সুজামের মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। 

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেডের ২২ ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১ মণ গাঁজা ও একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে যায়।”

তিনি আরও জানান, মাদক ও চাঁদাবাজি নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল