নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার মহেশ্বর বাজারে বিকাশে লেনদেনকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর দোকানে গুলি চালানো, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলার শিকার দোকানি পারভেজ আলী উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই পারভেজ আলীর সঙ্গে দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মুক্তি খাতুনের বিকাশে লেনদেন নিয়ে কথাকাটাকাটি হয়। ওই সময় মুক্তি খাতুন পারভেজকে দেখে নেয়ার হুমকি দেন। এরই জেরে শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল ও সিএনজিযোগে সাতজন দুর্বৃত্ত এসে পারভেজের মোবাইল ও ইন্টারনেটের দোকানে ঢুকে গুলি ছোড়ে। এরপর তারা দোকানে ভাঙচুর চালিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশে খবর দেন। পরে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি। তবে এখন পর্যন্ত গুলিবর্ষণ বা ভাঙচুরের বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
একে