নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। এই চক্রান্তের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধবংস করে দেওয়ার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিশ্চিহ্ন করে দেওয়া, তাকে 'খারাপ জায়গায়' ফেলে দেওয়ার চেষ্টা করা।'
রোববার (১৩ জুলাই) বিকেলে গুলশানের হোটেল লেকশোরে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'তারেক সাহেবের কাছে এই নেতৃত্ব এসেছে অনেক দিক দিয়ে। পারিবারিক দিকটি অনেকে বলেন, যদিও আমার তা শুনতে ভালো লাগে না। এতে তারেক রহমানকে খাটো করা হয়। তার যে নিজস্ব গুণ ও সত্তা রয়েছে, সেটিকে পরিবারের সঙ্গে সম্পৃক্ত করে ছোট করে দেখা হয়। অথচ তার যে গুণগুলো রয়েছে, সেগুলোর কারণেই তিনি আজকে এই জায়গায় এসেছেন, না হলে পারতেন না।'
তিনি বলেন, 'ম্যাডাম জেলে যাওয়ার পর আমি সরাসরি তারেক রহমানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমি দেখেছি, তার অসাধারণ সাংগঠনিক দক্ষতা রয়েছে, যা খুব কম রাজনীতিকের মধ্যে দেখা যায়। তিনি অতি অল্প সময়ে বিশাল জনগোষ্ঠীকে সংগঠিত করতে পারেন। বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত পৌঁছে গেছেন বলেই এটা সম্ভব হয়েছে।'
২০০২ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীন সফরের একটি ঘটনা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, 'ওই সফরে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন ম্যাডাম। আমার পাশে ছিলেন আমান উল্লাহ আমান, তার পাশেই ছিলেন তারেক রহমান। ম্যাডাম যখন চীনের প্রধানমন্ত্রীর সামনে গিয়ে তাকে বললেন, 'মাই সান', তখন প্রধানমন্ত্রী তার [তারেক রহমান] হাত শক্ত করে ধরে ঝাঁকি দিয়ে বলেছিলেন, 'কেরি দ্য ফ্ল্যাগ অব ইউর ফাদার অ্যান্ড মাদার'।"
তিনি আরও বলেন, 'তারেক রহমান সাহেব মাথা নত করেননি, তার মায়ের মতোই। তার মা যেমন মাথা নত করেননি, তিনিও করেননি। নিঃসন্দেহে তিনি আমাদের আশা, আমাদের ভবিষ্যৎ।'
বিএনপির সমর্থিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগারদের বিগত আন্দোলনে ভূমিকার কথা স্মরণ করে সব সময় তাদের পাশে থাকার আশ্বাসও দেন মির্জা ফখরুল।
'তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ' শীর্ষক গ্রন্থ প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রন্থটি সম্পাদনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
এমআই