সর্বশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের পর অভিভাবকহীন অবস্থায় অনিশ্চয়তায় পড়ে যাওয়া রাজধানীর সরকারি সাত কলেজে ফিরতে শুরু করেছে স্বাভাবিকতা। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে প্রস্তাবিত ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি অব ঢাকা’ (ডিসিইউ)-এর অধীনে পাঠদানের অনুমতি পাওয়ার পর এসব কলেজে শুরু হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের প্রস্তুতি।
সাত কলেজের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস জানিয়েছেন, জুলাই মাসের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের শুরুতে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে পারে নিয়মিত ক্লাস।
ভবিষ্যতের পরিচয় হবে ‘সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী’
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি বাঙলা কলেজ—এই সাতটি সরকারি কলেজ বর্তমানে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে পরিচালিত হবে।
অধ্যাপক ইলিয়াস বলেন, “আমরা পাঠদানের অনুমোদন পেয়েছি। আইনগত বা কারিগরি যে বাধাগুলো ছিল, সেগুলো কেটে গেছে। এখন আর ভর্তি কার্যক্রমে কোনো সমস্যা নেই।”
তিনি আরও জানান, নতুন শিক্ষার্থীদের ভর্তি কাগজপত্র, প্রবেশপত্র এবং সনদপত্রে আর ‘অধিভুক্ত’ শব্দ থাকবে না। তারা সরাসরি সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে পরিচিত হবেন। আশা করা হচ্ছে, খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ আইনগত কাঠামো পাবে।
ভর্তি বিজ্ঞপ্তি ২০ জুলাইয়ের মধ্যেই প্রকাশের নির্দেশনা
সাত কলেজের ভর্তি কমিটিগুলো প্রতিদিন ধারাবাহিকভাবে সভা করছে। অধ্যাপক ইলিয়াস জানিয়েছেন, ২০ জুলাইয়ের মধ্যে সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে তারা বদ্ধপরিকর। বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৫-২০ দিন সময় দিয়ে আবেদন গ্রহণ করা হবে।
ঢাবির অধীন প্রকাশিত পূর্ববর্তী ভর্তি বিজ্ঞপ্তিতে সাত কলেজে মোট ২৩,৫২৮টি আসন ছিল। নতুন বিজ্ঞপ্তিতেও একই সংখ্যক আসন ও পূর্বের সিলেবাস, পরীক্ষা কাঠামো বহাল থাকবে।
ঢাবি নয়, এবার বুয়েটের টেকনিক্যাল সহায়তা
ভর্তি পরীক্ষার আবেদন থেকে ফল মূল্যায়ন পর্যন্ত যেসব কারিগরি সহায়তা প্রয়োজন, তা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বদলে বুয়েটের কাছ থেকে নেওয়ার পরিকল্পনা করছে সাত কলেজ প্রশাসন। অধ্যাপক ইলিয়াস জানান, “বুয়েটের কয়েকটি টিমের সঙ্গে যোগাযোগ চলছে। আমরা চাই নির্ভরযোগ্য ও দক্ষ টেকনিক্যাল সহায়তা।”
৩৮ হাজার আবেদনকারীর জন্য ‘অপশন’
চলতি বছরের জানুয়ারিতে যখন সাত কলেজ ঢাবির অধীনে ছিল, তখন প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। প্রশাসন জানিয়েছে, এদের ‘অপশন’ দেওয়া হবে—তারা চাইলে নতুন কাঠামোর অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন অথবা আবেদন প্রত্যাহার করতে পারবেন।
আটকে থাকা ফল প্রকাশেও গতি
সাত কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষার ফল দীর্ঘদিন আটকে ছিল। তবে প্রশাসক জানিয়েছেন, এর মধ্যে ১১টি বিষয়ের ফল প্রকাশ হয়েছে এবং বাকি ১৩টি বিষয় নিয়েও কাজ চলছে। জুলাই মাসের মধ্যেই সব ফল প্রকাশ করার চেষ্টা চলছে।
শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি’র আশাবাদ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, “প্রায় ২৫ হাজার শিক্ষার্থী সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ভর্তি হওয়ার সুযোগ পাবে। আমরা বিশ্বাস করি, এ বিশ্ববিদ্যালয়টি একসময় দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠবে।”
একে
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল