ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আতাউর রহমানকে সাত লাখ টাকা চাঁদার দাবীতে মারপিট করা হয়েছে। প্রতিকার চেয়ে তিনি সোমবার রাতে নলডাঙ্গা থানা পুলিশ ও নাটোর সেনা বাহিনীর ক্যাম্পে লিখিত আবেদন করেছেন।
লিখিত আবেদনে বলা হয়, রাজশাহী শিক্ষা বোর্ডে যাওয়ার জন্য তিনি সোমবার সকাল সাড়ে আটটায় কলেজে আসেন। এ সময় পূর্ব থেকে সাত লাখ টাকা চাঁদা দাবিকারী আলমগীর হোসেন তার উপরে আক্রমন করে । নাটোর সেনা বাহিনীর ক্যাম্পে তার বিরুদ্ধে লিখিত আবেদন জমা দিতে যাচ্ছে এমন অভিযোগ তুলে আলমগীর হোসেন প্রকাশ্যে অধ্যক্ষকে চড় থাপ্পর কিল ঘুষি মারতে থাকেন। পরে স্থানীয় লোকজন এসে অধ্যক্ষকে তার হাত থেকে মুক্ত করেন।
একই গ্রামের আহসান আলীর ছেলে আলমগীর হোসেন (৫০) বিগত সরকারের সময় যুবলীগের রাজনীতি করলেও বর্তমানে সক্রিয়ভাবে যুবদল করেন বলে জানা গেছে।
অধ্যক্ষ জানান, এর আগে প্রতিষ্ঠানের স্কুল শাখার শিক্ষিকা ফিরোজা খাতুন ৯জন ছাত্রীকে জাতীয় সঙ্গীত পরিবেশনের পরে প্রতিষ্ঠানে আসায় সামান্য শাসন করেন। এতে ক্ষিপ্ত হয়ে আলমগীর হোসেন শিক্ষিকা ফিরোজা খাতুনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে আপোষের নামে ৭লাখ টাকা দাবী করেন। এই টাকা না দেয়ায় তিনি আদালতে শিক্ষিকা ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলাও করেন। আদালত তাদের জামিন দিয়ে দেয়ায় ক্ষিপ্ত হয়ে আলমগীর হোসেন অধ্যক্ষের উপরে এই হামলা করেন এবং চাঁদা দিতে চাপ দেন।
এ বিষয়ে কথা বলার জন্য আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
এমআই