মো: রাব্বি হাসান, ববি:
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ বুধবার ( ১৬ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের নিচতলায় সকাল ৯ টা ৪০ মিনিটে কালো ব্যাজ পরিধানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালিন উপাচার্য ( ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম অনুষ্ঠানের উদ্ভোদন করেন। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে।
আজকের এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম, প্রক্টর ড. সনিয়া খান সহ আরও উপস্থিত ছিলেন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। নিরবতা পালন শেষে পর্যায়ক্রমে টিএসসি, কেন্দ্রীয় মসজিদ সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাছ রোপন করা হয়।
উপাচার্য বলেন, “জুলাই মাসব্যাপী শহীদদের স্মরণে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আজকের ব্যাজ ধারণ ও বৃক্ষরোপণ তারই অংশ।” তিনি আরও জানান, "আজ সন্ধ্যায় ‘জুলাই বিপ্লব’ শীর্ষক প্ল্যানচেট বিতর্ক অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যার বিষয়: "তারা কি ফিরবে?"
আইন বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আনিকা বলেন, “প্রশাসনকে ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজনের জন্য। শহীদদের স্মৃতি যেন হারিয়ে না যায়, তাই আজকের বৃক্ষরোপণ শুধু পরিবেশের জন্য নয়, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। ভবিষ্যতে এই গাছগুলো দেখলেই শহীদদের আত্মত্যাগ মনে পড়বে, এটাই বড় সার্থকতা।”
শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ জাগাতে সহায়ক হবে বলেই মনে করছেন অনেকেই।
এমআই