বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

বিদায় বেলায় চোখের পানি—আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন আন্দ্রে রাসেল

বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫
বিদায় বেলায় চোখের পানি—আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন আন্দ্রে রাসেল

সময় জার্নাল ডেস্ক:

অবসরের কথা বলতে গিয়ে গলা ধরে আসল আন্দ্রে রাসেলের। প্রতিপক্ষের চোখের জলে নাকের জলে করা ক্যারিবিয় হার্ডহিটারের চোখেও এবার খানিকটা পানি জমল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর মোটে দুটি ম্যাচ খেলবেন রাসেল। এরপর বিদায় বলে দেবেন আন্তর্জাতিক ক্রিকেটকে।

টেস্ট সিরিজ শেষেই আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে রঙিন পোশাকের সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেটাই হবে দেশের হয়ে রাসেলের শেষ সিরিজ। রাসেলের ঘরের মাঠ জামাইকার সাবাইনা পার্কে বসবে প্রথম দুটি ম্যাচ। ২০১৯ সালের পর থেকে কেবল সংক্ষিপ্ত ফরম্যাটেই ক্যারিবীয়দের হয়ে মাঠে নামতেন রাসেল। তবে এবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেন ৩৭ বছর বয়সি এই অলরাউন্ডার ।

কান্নাজরিত কণ্ঠে রাসেল বলেন, ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জীবনের গর্বিত অর্জনের একটি। আমি এমন অবস্থানে থেকে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চাই, যা ক্যারিবীয় ভূমি থেকে উঠে আসা পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে।

তিনি আরও বলেন, আমি যখন ছোট ছিলাম, তখন কখনো ভাবিনি এই পর্যায়ে খেলব। কিন্তু যত খেলেছি, ততোই ভালোবেসেছি এই খেলাকে। আমি সবসময় চেষ্টা করেছি ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিশানা রেখে পারফর্ম করতে, যা অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

আন্তর্জাতিক ক্যারিয়ারে রাসেল ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে সংগ্রহ করেছেন ১,০৭৮ রান। ব্যাট চালাতেন ১৬৩ স্ট্রাইকরেটে। আর বল হাতে শিকার করেছেন ৬১ উইকেট। ওয়ানডেতে ৫৬ ম্যাচে ১,০৩৪ রান করার পাশাপাশি নিয়েছেন ৭০ উইকেট। ২০১০ সালে টেস্ট অভিষেক হলেও খেলেছেন মাত্র একটি ম্যাচ।

রাসেল ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এবার আরেকটি বিশ্বকাপের খুব কাছ থেকে তিনি জানিয়ে দিলেন, আর খেলছি না ক্যারিবীয় জার্সিতে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া রাসেল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন কিনা, তাও এখনো নিশ্চিত নয়। 


একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল