রাজশাহী কলেজ প্রতিনিধি:
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) জোহরের নামাজ শেষে কলেজের কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন করা হয়।
কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা জাহিদ হাসান, রুহুল আমিন, জুবায়ের রশিদসহ অন্য নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির। তিনি বলেন, "গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন। আমরা তাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আহত সকল জুলাই যোদ্ধার দ্রুত আরোগ্য কামনা করছি।"
তিনি আরও বলেন, "অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রদলের নেতাকর্মীরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।"
একে