এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় ফরিদপুরের মেয়ে রাইসাকে অবশেষে খুজে পেয়েছে তার পরিবার। ঢাকার সিএমএইচ হাসপাতালে আজ ( মঙ্গলবার) দুপুর ৩ টার দিকে রাইসাকে মৃত অবস্থায় খুজে পাওয়া যায় তথ্যটি নিশ্চিত করেছেন মেয়ের চাচা ইমদাদুল।
বিকেল সাড়ে ৫টার সময় তিনি আরো বলেন, গতকাল স্যোসাল মিডিয়ায় যে ছবিটি দিয়ে পোস্ট দেয়া হয়েছিল রাইসাকে পাওয়া গিয়েছে সেটা সঠিক তথ্য ছিল না। সে দেখতে অনেকটা সাদৃশ রাইসার মতো ছিল। স্বজনেরা গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে খুঁজছে রাইসাকে।
রাইসার চাচা ইমদাদুল আরো জানান, লাশ এখনো সিএমএইচ হাসপাতালে আছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরে লাশের দাফন প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এমআই