আলী আজীম, মোংলা (বাগেরহাট):
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য অধ্যায়। এ সময়ে ছাত্রদলের ১৪৪ জনসহ বিএনপির প্রায় ৫ শতাধিক নেতাকর্মী শহীদ হন। তাদের রক্তের বিনিময়েই আজকের গণতান্ত্রিক লড়াই নতুন গতি পেয়েছে। এই আন্দোলনের পুরোভাগে ছিল ছাত্রদলই স্বৈরাচারবিরোধী প্রথম স্লোগান, কারফিউ ভেঙে রাজপথে মিছিল সবকিছুতেই নেতৃত্ব দিয়েছে ছাত্রদল।
রবিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে মোংলা উপজেলা ও পৌর ছাত্রদল আয়োজিত শোক র্যালি ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে শোক র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে এসে শোক সভায় মিলিত হয়।
এসময় মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা যুবদলের সদস্য সচিব সুজন মোল্লা, সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবনেতা খালিদ মাহমুদ সোহাগ, পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো: নাছির মোছাল্লী, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মির সাগর, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: সেলিম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো: সোহেল মাহমুদ রানা, ছাত্রনেতা শাওন, সাগর নিলয়, রাকিব, খায়রুল সহ এসময় বিপুল সংখ্যক ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একে