মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

ফরিদপুরে পালিত হচ্ছে 'গঙ্গাজল অর্পণ' উৎসব

সোমবার, জুলাই ২৮, ২০২৫
ফরিদপুরে পালিত হচ্ছে 'গঙ্গাজল অর্পণ' উৎসব

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে গঙ্গাজল অর্পণ উৎসব পালিত হয়েছে ‌।  সোমবার ‌(২৮ জুলাই) সকাল  ৫:৩০ মিনিট থেকে ‌ সকাল ৯ টা পর্যন্ত  শহরের বিভিন্ন মন্দিরে ‌ গঙ্গাজল অর্পণ করা হয়। 

 ফরিদপুর গঙ্গা জল অর্পন কমিটি এর উদ্যোগে শহরের নীলটুলি স্বর্ণপট্টি সার্বজনীন কালী মন্দির ‌,কৈলাশ ধাম শিব মন্দির, মদন গোপাল আঙ্গিনা শিব মন্দির ও রথখোলার ‌নন্দালয় শ্রী শ্রী গোপেশ্বর শিব মন্দিরে গঙ্গাজল অর্পণ করা হয় ‌।

এর আগে ভক্তবৃন্দ ‌ ফরিদপুরের পৌর ‌ বিসর্জন ঘাট ‌কুমার নদীতে ‌ স্নান সম্পন্ন করে।সেখানে মন্ত্র পাঠ অনুষ্ঠিত হয়। গঙ্গাজল অর্পণ শেষে ‌ ভক্তবৃন্দের মধ্যে ‌ প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া ‌ গঙ্গাজল অর্পণ  উপলক্ষে  এসব ‌ মন্দিরে  বিশেষ প্রার্থনা ‌ অনুষ্ঠিত হয়েছে ।

গঙ্গাজল অর্পণ অনুষ্ঠান উপলক্ষে  শহরের  বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ  অংশগ্রহণ করেন।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল