মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

মোংলায় শেষ সময় জমে উঠেছে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন।

সোমবার, জুলাই ২৮, ২০২৫
মোংলায় শেষ সময় জমে উঠেছে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন।

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

দীর্ঘ প্রায় ২৩ বছর পর মোংলা পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (২৯ জুলাই) চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, বইছে উৎসবের আমেজ। দীর্ঘদিন পর হলেও মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা জেগে উঠেছে। 

সম্মেলনকে সফল করতে গত কয়েকদিন ধরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক আনন্দ মিছিল ও প্রস্তুতি সভা করছেন। এতে পৌর শহরের সবখানেই নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন।

সবাই ঐক্যমতে সুর তুলে দলকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। গণতান্ত্রিক পদ্ধতিতে গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করায় যোগ্য নেতাদের দ্বারা সংগঠন আরো শক্তিশালী রুপ নিয়েছে।

আগামী ২৯ জুলাই পৌর বিএনপির সম্মেলন ও নেতা নির্বাচন গোপন ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে। এই ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ৯টি ওয়ার্ডের ৭১জন করে ৬শত ৩৯জন ডেলিগেট ভোটার সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের নেতা নির্বাচন করবেন। এই ভোটকে কেন্দ্র করে পৌর শহর জুরে এক উৎসবের আমেজ বয়ে চলেছে। চারিদিকে ভোট আর ভোট শব্দে মুখরিত হয়ে উঠেছে।

প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ডেলিগেট ভোটারদের কাছে ভোট প্রার্থনা চালিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে এ যেন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা তাদের প্রতীক দিয়ে পোষ্টার ছেপে ভোটের প্রচারনাও শুরু করেছে। চলছে ভিতরে ভিতরে মিছিল। 

দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই সম্মেলনের মাধ্যমে মোংলায় আগামীর বিএনপির নেতৃত্বে ত্যাগী, সৎ ও মেধাবীরা স্থান পাবেন। যার মাধ্যমে পৌরসভার বিএনপি এবং অঙ্গসংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা সুশৃঙ্খল থাকবেন। এর মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করা সম্ভব হবে।

মোংলা বিএনপির আহবায়ক ও সভাপতি প্রার্থী আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমন-পীড়নে বিগত দিনে আমরা কোনো সম্মেলন করতে পারিনি। এখন সেই শাসনের অবসানের পর একটি সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক সম্মেলনের আয়োজন করেছি। কাউন্সিলররা যার নেতৃত্বে আস্থা রাখবেন, তাকেই নির্বাচিত করবেন।

তিনি আরও বলেন, আমি যদি সভাপতি নির্বাচিত হই, তাহলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করব। ইনশাআল্লাহ।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল