তানভীর আহমেদ, কুয়েট প্রতিনিধি:
দীর্ঘ বন্ধের অবসান ঘটিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) থেকে পুনরায় শুরু হচ্ছে একাডেমিক কার্যক্রম।
নবনিযুক্ত উপাচার্য ড. মো. মাকসুদ হেলালী গত সোমবার দুপুরে নিরাপত্তা কমিটির সঙ্গে এক বৈঠকে অংশ নেন। সেখানে একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা শেষে তিনি জানান, “শিক্ষার্থীদের ক্ষতি যাতে আর না হয়, সেই লক্ষ্যে কাল থেকেই ক্লাস শুরু হবে।”
তিনি আরও বলেন, “যেসব সংকট আছে তা ধাপে ধাপে সমাধান করবো। দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে — সেটা মাথায় রেখেই আমরা কাজ শুরু করবো।”
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে কুয়েট বন্ধ ঘোষণা করা হয়। যদিও পরবর্তীতে ক্যাম্পাস খুলে দেওয়া হয়েছিল, তবে শিক্ষকরা নানা দাবিতে ক্লাস নেওয়া থেকে বিরত ছিলেন। অবশেষে পাঁচ মাস পর শিক্ষার্থীদের ক্লাসে ফেরার সময় এসেছে।
একে