মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, ভারত-বাংলাদেশের মানুষের মাঝে খুব গভীর সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরও শক্ত হতে পারে দুদেশের ব্যবসা বানিজ্যের মাধ্যমে।
বুধবার বিকেলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূণ্য রেখায় ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন,ভৌগোলিক দিক থেকে হিলি একটি গুরুত্বপূর্ণ এলাকা। উভয় দেশের ব্যাবসায়ীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে তাদের যে সকল সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে এই সম্পর্ক আরও এগিয়ে নিতে পারে।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও ভারতের হিলি এক্সপোর্টস ও ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে যৌথ ভাবে সভাপতিত্ব করবেন বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান এবং ভারতের হিলি এক্সপোর্টস ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন মন্ডল।
এসময় বক্তারা ভারত অংশে রাস্তা সম্প্রসারণ, কোয়ারেন্টাইন অফিস স্থাপন, পণ্য আমদানি রফতানির দৈনন্দিন সময় বাড়ানোসহ বন্দরের ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা তুলে ধরেন এবং এসব দ্রুত সমাধানে সহকারী হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন। এসময় সভায় উভয় দেশের আমদানি রফতানি কারক, সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা, কাস্টমস কর্মকর্তা, ইমিগ্রেশন কর্মকর্তা ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআই