নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ:
রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের ন্যায় অনুষ্ঠিত হলো প্রেজেন্টেশন প্রোগ্রাম।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠনটির উপদেষ্টা প্রফেসর ড. হাসনা আরা বেগমের সভাপতিত্বে কলেজের হাজী মোহাম্মদ মোহসিন ভবনের ১৭নং গ্যালারি রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী।
এসময় কলেজ অধ্যক্ষ বলেন, "এই ক্লাবটি পাওয়ার পয়েন্টের ব্যবহার শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর বিশ্বের সাথে সময়োপযোগী হিসেবে দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে যা প্রশংসনীয় এবং এটি শিক্ষার্থীদের ভবিষ্যতে সহায়ক হবে।"
কলেজ উপাধ্যক্ষ বলেন, "প্রেজেন্টেশন হচ্ছে পাবলিক স্পিকিং শেখার একটি কার্যকর মাধ্যম। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য এই ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের এই ধরনের কার্যক্রমকে তিনি সাধুবাদ জানান।"
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড.হাসনা আরা বেগম বলেন, এই ক্লাবটি খুবই সফলভাবে এবং আন্তরিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আজকের আয়োজনে সব গ্রুপের পারফরম্যান্স ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি আশা ব্যক্ত করেন, ভবিষ্যতে এই কার্যক্রম আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়বে এবং শিক্ষার্থীদের দক্ষতা অর্জন কে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সুব্রত কুমার পাল, সংগঠনটির সভাপতি মো: সোহরাব সরকার, সাধারণ সম্পাদক সাম্মি নমিতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: নাহিদুর রহমান।
চারটি গ্রুপের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের উপর চমৎকার উপস্থাপনা প্রদর্শন করেন। এইধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রেজেন্টেশন দক্ষতা বিকাশে উল্লেখযোগ্য ভুমিকা রেখে চলেছে।